ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা আফগানাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ২১:০৩, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

খাদের কিনারা থেকে উঠে এসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা আগের ম্যাচেই নিশ্চিত করেছিলো আফগানিস্তান ক্রিকেট দল। এর ফলে বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালেও খেলার সুযোগ পায় তারা। শিরোপা নির্ধারণী ম্যাচেও দাপট দেখালো আফগানরা। রোববার অনুষ্ঠিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে উইকেটের ব্যবধানে হারালো আফগানিস্তান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিণ বোলিং-এ ৪৬ দশমিক ৫ ওভার ব্যাট করে ২০৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন রোভম্যান পাওয়েল। এছাড়া শিমরোন হেটমায়ার ৩৮ ও এভিন লুইস ২৭ রান করেন। আফগানিস্তানের অফ-স্পিনার মুজিব উর রহমান ৪৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে ওপেনার ও উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদের ৮৪ এবং রহমত শাহ’র ৫১ রানের সুবাদে ৫৬ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। ৯৩ বল মোকাবেলা করে ১১টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান শেহজাদ।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি