ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আমি গর্বিত, আমি বাংলাদেশি: মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা জাতীয় দিবস। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। তাই এই দিবসটিকে শ্রদ্ধা, ভালোবাসা গর্বের সাথে উদযাপন করছে গোটা জাতি। অন্যান্যদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররাও তাদের ভালোবাসা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোশ্যাল সাইটে মুশফিক তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেন, “আমি গর্বিত। আমি স্বাধীন। আমি বাংলাদেশি। এমন দেশে জন্ম গ্রহণ করতে পেরে আমি গর্বিত। আমাদের দেশ সংস্কৃতির দিক থেকে বৈচিত্রময়। আমাদের আছে সমৃদ্ধ ইতিহাস।শুভ স্বাধীনতা দিবস প্রিয় জন্মভূমি।”

উল্লেখ্য, মুশফিকুর রহিম ছাড়াও টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদসহ অনেকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি