ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আইপিএলের পর কোচ পেতে পারে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৪৫, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার প্রধান কোচ খুঁজতে থাকে বাংলাদেশতার চলে যাওয়া চারমাস পার হতে চললকিন্তু এখন পর্যন্ত প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এর মাঝে অতিবাহিত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট (ত্রি-দেশীয়), দুটি সিরিজ (টেস্ট এবং টি-টোয়েন্টি, ১টি করে)খেলাগুলোতে প্রধান কোচ ছাড়াই খেলেছে বাংলাদেশএগুলো পরিচালিত হয় ভারপ্রাপ্ত কোচের অধীনে

তবে গুঞ্জন ভারতের বিশ্বকাপজয়ী কোচ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্যারি কারস্টেনকে পাওয়ার চেষ্টা করছে বিসিবি। অন্যদিকে বাংলাদেশের সাথে কাজ করতে অনাগ্রহ নেই দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যানের। তবে সমস্যাটা হলো কারস্টেন যুক্ত আছেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন ও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে। এ দুই ফ্র্যাঞ্চাইজির সাথে সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী নন তিনি। তারপরও গ্যারিকে পেতে বিসিবির চেষ্টার কমতি নেই।

এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, খুব শিগগিরই বাংলাদেশ দলের জন্য কোচ নিয়োগ দেওয়া হবে। অনেকের সাথেই নাকি কথা-বার্তা এগিয়েছিল বিসিবির। শুধু নিয়োগ দেওয়াটাই বাকি। এর মধ্যে নিদাহাস ট্রফি শেষ। এখনও কোচ নিয়ে কোনো আলোচনা নেই।

অবশেষে মঙ্গলবার দুপুর থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন টাইগারদের নতুন কোচ হচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেন। অনেকেই আবার বলছেন তিনি প্রধান কোচ নয়, ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন।

এ বিষয়ে বিসিবি পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, কোনো কিছুই ফাইনাল হয়নি। গ্যারি কারস্টেনের সাথে আমাদের কথা হয়েছে। তবে সেটা কোচ হিসেবে নয়, ব্যাটিং পরামর্শক কিংবা টিম কনসালট্যান্ট হিসেবে। তবে এখনও পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। গ্যারি আমাদের জানিয়েছেন, এসব বিষয়ে আইপিএলের পর কথা বলবেন।

এ মুহূর্তে ইতিবাচক কিছু হচ্ছে না। তাকে পেতে হলে আইপিএল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বিসিবিকে। আইপিএলের ১১তম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গ্যারি কারস্টেন। দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি