ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বল ট্যাম্পারিং : অস্ট্রেলিয়া যেভাবে দেখছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৩৮, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বল ট্যাম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বোলার ক্যামেরন ব্যানক্রফটও। একইসঙ্গে স্মিথকে আরও এক বছর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আর ওয়ার্নারকে কখনোই ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হবে না বলে জানিয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
আলোচিত ট্যাম্পারিংয়ের ঘটনা এবং এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়াতে কেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জানাতে চাইলে সেখানে থাকা সাংবাদিক হাসান তারিক বলছেন পুরো বিষয়টি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে।

তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বোর্ড আর খেলোয়াড়দের অফিসিয়াল পেজগুলোতে নানা ধরণের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

"তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট ফ্যানরাই নয়, সাধারণ মানুষের মধ্যে বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে। বেশিরভাগ মানুষই কষ্ট পেয়েছে কারণ এটি দেশটির দ্বিতীয় জনপ্রিয় খেলা"।

বিশেষজ্ঞরা বলছেন বিশ্বকাপের আগে এ ধরণের একটা ঘটনা ও তার প্রেক্ষাপটে নেওয়া সিদ্ধান্তের পর দলের মনোবল চাঙ্গা করার কথা ভাবতে হবে। প্রধান কোচ ড্যারেন লেম্যান বলেছেন, খেলোয়াড়রা ভুল করেছে কিন্তু তার মানে এই নয় যে তারা খারাপ মানুষ।

তিনি মিডিয়া ও সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছেন যে ভুলে গেলে চলবে না যে এসব খেলোয়াড়ের অবদানের কথা।

বিজ্ঞাপনদাতাদের প্রতিক্রিয়া কি?

ধারণা করা হচ্ছে যে যেহেতু খেলোয়াড়রা নিষিদ্ধ হয়েছে সেহেতু বিজ্ঞাপন দাতারাও হয়তো তাদের নীতিতে পরিবর্তন আনবেন তখন এখনো এসব বিষয়ে কোন ঘোষণা আসেনি কোন পক্ষ থেকেই।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি