ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ক্ষমা চাইলেন ওয়ার্নার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

কেপ টাউন টেস্টের বল টেম্পারিং কলঙ্কে স্টিভেন স্মিথ, ক্যামেরুন ব্যানক্রফটের সঙ্গে শাস্তি পেয়েছেন ওয়ার্নারও। এই তিন ক্রিকেটারকে শাস্তি দিয়ে দেশে ফেরতও পাঠানো হয়। ওয়ার্নারের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, তাকে আর কখনওই অধিনায়কত্বের জন্য বিবেচনা করা হবে না। এমন শাস্তি পেয়েও প্রথম থেকে একবারও মুখ খুলেননি ওয়ার্নার।

অবশেষে বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার পর প্রথমবারের মত টুইট করলেন ওয়ার্নার। ক্রিকেট খেলাকে নষ্ট করার দোষ নিজের কাঁধে নিয়েছেন এবং ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ৩১ বছর বয়সী ওপেনার।

টুইটারে অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্য ওয়ার্নার বলেন, এ ঘটনা ক্রিকেট এবং এর ভক্তদের জন্য যে গভীর বেদনা বয়ে এনেছে তা আমি বুঝতে পারছি। আমার ভুলই ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি আমার অংশের দায়িত্ব নিচ্ছি এবং এ ঘটনার জন্য জন্য ক্ষমা চাচ্ছি।

তিনি বলেন, আমার শৈশবের ভালবাসার এই খেলাটির উপর এটা একটা কালিমা। সামনের সময়টা পরিবারের সঙ্গে কাটিয়ে আবার ভক্তদের সামনে আসার প্রতিশ্রুতিও দেন ওয়ার্নার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি