ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মুরালির প্রতি সাকিবের ‘শ্রদ্ধা’    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

২০১১ সাল থেকেই সাকিব আল হাসান আইপিএল এ নিয়মিত। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এবার তিনি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন পরিবেশ, নতুন সতীর্থ—উপভোগটা যে ভালোই করছেন, সেটা বোঝা যাচ্ছে।

তবে এবারের খেলা নিয়ে সাকিব বেশ উচ্ছ্বসিত। এটা তার ফেসবুকের পোস্ট দেখলেই বুঝা যায়। স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে একটা ছবি তুলে সেটা তুলে দিয়েছেন সবার জন্য। হায়দরাবাদের বোলিং কোচ এই শ্রীলঙ্কান কিংবদন্তি। অলরাউন্ডার পরিচয় ছাপিয়েও যিনি নিজে একজন ‘স্পিনার’, তাই গুরু হিসেবে মুরালিধরনকে পেয়ে তাঁর উচ্ছ্বসিত হওয়াটাই তো স্বাভাবিক।    

ছবিটির ক্যাপশন হিসেবে আবেগপ্রবণ কথাবার্তা লেখেননি তিনি। কিন্তু হালের সামাজিক যোগাযোগের মাধ্যমের ভাষায় যা লিখেছেন, সেটিই মুরালিকে নিয়ে সাকিবের মুগ্ধতা প্রকাশে যথেষ্ট। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন কেবল দুটি কথা—‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’।

মুরালি নিজেও কিন্তু সাকিবকে নিয়ে আশাবাদী। বলেছেন, ‘সাকিব খুবই ধারাবাহিক একজন বোলার। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাকিবের উপস্থিতি দারুণ কাজে দেবে।’

সাকিবের অভিজ্ঞতাকে অমূল্যই মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে ১ হাজার ৩৪৭ উইকেট নেওয়া এই স্পিন-কিংবদন্তি, ‘আমরা যদি আইপিএলের শিরোপা জিততে চাই, তাহলে আমাদের স্পিনার লাগবে। তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দলের হয়ে। সাকিব বাংলাদেশের হয়ে বিশ্ব পরিসরে অনেক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছে, সে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছে। সে শেষের ওভারগুলো ও পাওয়ার প্লেতে খুবই ভালো বল করতে পারে।’

নতুন জার্সিতে সাকিবের আইপিএল-মিশন শুরু হচ্ছে আজ। হায়দরাবাদে নিজেদের মাঠে সাকিবের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি