ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এবার ইনজুরিতে মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

টাইগার শিবিরে আবারো ইনজুরির হানা। তামিম, মুশফিক, নাসিরের পর এবার এটির স্বীকার মাহমুদুল্লাহ। গোড়ালির ব্যথা নিয়েই বেশ কয়েক মাস খেলছিলেন তিনি।

তবে বিসিএলের গত রাউন্ডে খেলার সময় ব্যথাটা বেড়ে যায়। তাই চিকিৎসকের পরামর্শেই বিসিএলের শেষ রাউন্ডে খেলছেন না তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,  মাহমুদুল্লাহর গোড়ালিতে আগেই ব্যথা ছিল। ও সেটা ম্যানেজ করেই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও বিসিএলে আগের রাউন্ডে খেলেছে। তবে বিসিএলের শেষ রাউন্ডে খেলার সময় ব্যথা অসহনীয় হয়ে ওঠে। আপাতত তাকে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন। আশা করছি, অল্প সময়েই মধ্যেই তিনি সুস্থ হয়ে ক্যাম্প থাকবেন।

প্রসঙ্গত, আগামী ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। জুনের শুরুতে আফগানিস্তান এবং শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

বর্তমানে টাইগার শিবিরে ইনজুরিতে পড়া ক্রিকেটারদের তালিকাটা বেশ লম্বা। যাদের মধ্যে রয়েছেন মুশফিক, নাসির, তাসকিন, মোসাদ্দেক ও মিরাজ। এছাড়া পুনর্বাসন চলছে তামিম ইকবালের।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি