ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

সাকিবের সম্মানজনক স্কোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সাকিব আল হাসান শূন্য রানেই সাঁজঘরে যেতে পারতেন,তেবে তিনি বেঁচে যান বারিন্দার স্রানের কল্যাণে। ক্রিজে এসে সাকিব ডিপ থার্ড ম্যানে ক্যাচ দিলে ফিল্ডার ক্যাচ লুফে নেন। কিন্তু আম্পায়ার জানান সন্দেহ আছে বলের বৈধতা নিয়ে। অর্থাৎ নো বল। 

একবার জীবন ফিরে পাওয়ার পরই ছন্দে ফেরেন সাকিব। হাত খুলে খেলতে থাকেন তিনি। নিজের স্কোর বাড়ার সাথে সাথে দলিয় স্কোরও বাড়তে থাকে। এক পর্যায়ে ২৮ রানে থেমে যায় তার ব্যক্তিগত স্কোর। তার এ সম্মানজনক রান আসে ২৯ বল খরচায়। মুজিবুর রহমানের বলে সাকিব ক্যাচ তুলে দিলে সেটিকে তালুবন্দি করেন মায়াঙ্ক আগারওয়াল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সানরাইজ হায়দ্রাবাদের স্কোর ১৮.২ বলে ৪ উইকেট হারিয়ে ১২১ রান।

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি