ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আজ ধোনির মুখোমুখি হচ্ছে মুস্তাফিজের মুম্বাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৪১, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আইপিএলের গত দুটি ম্যাচ মোটেও ভালো যায়নি বাংলাদেশি বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানের। দুই ম্যাচে খরুচে বোলিং করেছেন মোস্তাফিজ। তার দল মুম্বাই ইন্ডিয়ান্সও আছে র‌্যাঙ্কিংয়ের তলালিতে। অন্যদিকে ধোনির চেন্নাই আছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। মোস্তাফিজ ছয় ম্যাচ খেলে সাত উইকেট শিকার করেছেন। তবে মোস্তাফিজ ভালো বোলিং করলেও দলীয় ব্যর্থতার কারণে মুখ থুবড়ে পড়ছে দ্য ফিজের পারফরমেন্স।

সূত্র: ক্রিক ইনফো
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি