ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্মিথদের বেশি শাস্তি দেওয়া হয়েছে: ডি ভিলিয়ার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

স্মিথদের কান্না ছুঁয়ে গেছিলো বিশ্বকে। বল টেম্পারিংয়ের অভিযোগে এক বছরের নিষেধাজ্ঞার কবলে পড়ার ঘটনায় স্তম্ভিত হয়েছিল ক্রিকেট বিশ্ব। লঘু পাপে গুরুদণ্ডের ঘটনার সেই ক্ষত এখনো শুকায়নি স্মিথদের। যাদের বিরুদ্ধে বল টেম্পারিং করেছিলেন, সেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স বলছেন, স্মিথদের অন্যায়ের তুলনায় বেশি শাস্তি দেওয়া হয়েছে।

টেস্টটা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। এবি ডি ভিলিয়ার্সও খেলেছেন ওই টেস্টে। বল টেম্পারিং কান্ড ঘটিয়ে যে টেস্টের পর নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার-স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার আর ক্যামেরুন বেনক্রফট। তবে আইপিএল চলাকালে সাংবাদিকদের ভিলিয়ার্স বলেন, ‘ঘটনাটা খুব বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব গুরুতর একটা ব্যাপার। তবে এটাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ব্যক্তিগতভাবে তারা খুব কষ্ট পেয়েছে। তাদের জন্য আমার খারাপ লাগছে। বিশেষ করে স্মিথের জন্য। তাকে যে শাস্তি দেয়া হয়েছে, সেটা বেশ কঠোর।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের ওই টেস্ট সিরিজটা ৩-১ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। অজি গণমাধ্যমের অভিযোগ, বল টেম্পারিং কাণ্ডের মূল হোতা ছিলেন ডেভিড ওয়ার্নার। তার বুদ্ধিতেই তরুণ ক্যামেরুন বেনক্রফট কাণ্ডটি করেন। স্টিভেন স্মিথ সেটা জানলেও প্রতিবাদ করেননি। তবে ঘটনা প্রকাশ হবার পর সবচেয়ে বেশি কাঁদতে দেখা গেছে স্মিথকেই। এতটাই ভেঙে পড়েন তিনি, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও সেটা গ্রহণ করেননি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি