ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

অবশেষে দেখা গেলো পেসার রুবেলের বউকে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। বল হাতে এই ক্রিকেটার যেমন উত্তাপ ছাড়ায় মাঠের দর্শকদের মাঝে, ঠিক ব্যক্তিগত জীবনেও বেশ আলোচিত তিনি। সবার মনে আছে নিশ্চই অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন রুবেল।

২০১৪ সালর ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হ্যাপি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলাও করেছিল। আর সেই কারণে দুদিন কারাগারেও থাকতে হয়েছে তাঁকে। পরে জামিনে মুক্তি পেয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পান রুবেল। এরপর অসাধারণ সাফল্যে সেই বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু অর্জন করে।

আলোচিত এই পেসার হঠাৎ করেই কাউকে না জানিয়ে ২০১৬ সালে বিয়ে করে ফেলেন। তবে হ্যাপিকে নয়, মিডিয়ার একেবারেই বাইরের একজনকে। যদিও সে সময় বউকে সামনে আনেননি রুবেল। অবশেষে দীর্ঘদিন পর নিজের স্ত্রীকে ভক্ত-সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন রুবেল। সম্প্রতি স্ত্রীর সঙ্গে নিজের দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে শুধু লিখেছেন, ‘আমার স্ত্রী’।

যদিও স্ত্রীর নাম প্রকাশ করেননি এই পেসার। তবে শোনা যাচ্ছে, পারিবারিক পছন্দে এই বিয়ে হয়েছে তাদের।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি