ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রক্ত লেখা চিঠি পেয়েছিলাম: কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

প্রতিনিয়ত খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় খেলোয়াড়দেরকে। চলাফেরায় ভক্তদের মিষ্টি মধুর আবদার, জ্বালাতন সহ্য করতে হয় । বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারের ক্ষেত্রে তো কথাটা বেশি করে সত্য। ভারতের এই অধিনায়ক নিজেই জানিয়েছেন, ভক্তরা তাঁর জন্য নিজের প্রাণও বিপন্ন করেছে!

ভক্তদের অতি আবেগের প্রকাশ  খেলোয়াড়দের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। কোহলির ক্ষেত্রেও  ঠিক তাই ঘটেছে। ভারতের বিনোদন মাধ্যম ‘এরোস নাও’-কে কোহলি বলেন, ‘একবার রক্তে লেখা চিঠি পেয়েছিলাম। জঘন্য ব্যাপার।

দিল্লিতে থাকতে এটা মাঝেমধ্যেই ঘটত। গাড়িতে যাচ্ছিলাম, পথিমধ্যে জানালা খুলে কিছু একটা স্বাক্ষর করার সময় কী যেন এসে পড়ল। ওটা কে দিয়েছে দেখিনি। নামটা চিঠির ওপরই ছিল, তা নিরাপত্তারক্ষীকে দিই। আমি নিইনি, ভীতিকর ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোহলির পেজে লাইক সংখ্যা ৩৬ মিলিয়ন। টুইটার ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা যথাক্রমে ২০ মিলিয়ন ও ১৫ মিলিয়ন। এর বাইরে প্রতিনিয়তই ভক্তদের নানা আবদার ও ভালোবাসার উৎপাত তাঁকে সহ্য করতে হয় । আইপিএলের মৌসুম এলে তো কথাই নেই। ভারতের নানা জায়গায় ম্যাচ থাকায় ভক্তদের সঙ্গে কোহলির যোগাযোগের মাত্রাও বেড়ে যায়।

আইপিএলে একবার এমনই এক ঘটনার কথা কোহলি জানালেন, ‘বিমানের ফ্লাইটে ছিলাম। সম্ভবত এটা আইপিএল চলার সময়ের ঘটনা। কানে হেডফোন চালু রেখে ঘুমাচ্ছিলাম। ঘুম ভাঙার পর দেখলাম,  আমার কোলের ওপর এক শিশু। কেউ একজন আমার কাঁধে হাত রেখে তখন ‘সেলফি’  তুলতে যাচ্ছিল। আমার চোখে রোদচশমা ছিল, তাই সেই লোকটা ভেবেছিল হয়তো তাঁকে দেখতে পাচ্ছি। কিন্তু আমি আসলে ঘুমাচ্ছিলাম।’

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি