ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

‘টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি ওয়ানডের চেয়েও বড় অর্জন’    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ৩ মে ২০১৮ | আপডেট: ২২:৫৮, ৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটে উঠে এসেছে বাংলাদেশ। সাকিব আল হাসান এটিকে দেখেছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়-সাতে ওঠার সাফল্যের চেয়েও বড় করে। মঙ্গলবার এক সংবাদমাধ্যমের সাথে ফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।   

তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন এটি। অনেক বড় অর্জন। আমি তো বলব, ওয়ানডেতে ছয় বা সাতে ওঠার চেয়েও বড় সাফল্য এটি। কারণ টেস্ট ক্রিকেটে আমরা ওভাবে ভালো খেলতে পারতাম না। ধারাবাহিকভাবে ভালো করতে তো পারতামই না। র‌্যাঙ্কিংয়ে উন্নতিটা বলছে আমরা একটু হলেও ধারাবাহিক হতে পেরেছি।      

এ সাফল্য ধরে রাখার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আট থেকে ওপরে ওঠার কাজটা আরও কঠিন হবে। সেটির জন্য দেশের বাইরে জয়ের বিকল্প নেই। শুধু হুটহাট জয় নয়, দেশের মাটির সাফল্য ধরে রাখতে হবে, দেশের বাইরেও ধারাবাহিক হতে হবে। আমরা এখন আটে উঠেছি, নয় নম্বরের সঙ্গে ব্যবধানও বেশ। এখন আর পেছনে না তাকিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে। 

টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকের দৃষ্টি ভঙ্গি তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশের বাস্তবতায় বিশ্বকাপই দেখা যায় চূড়ান্ত কিছু। ওয়ানডে, টি-টোয়েন্টিতে বিশ্বকাপ আছে বলে সেটি নিয়ে সবাই সিরিয়াস। টেস্টে যেহেতু বিশ্বকাপ নেই, কেউ এটাকে অতটা গুরুত্ব দেয় না। 

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি