ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দিবা-রাত্রির টেস্ট নিয়ে অস্ট্রেলিয়াকে না বলে দিলো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া সফরে ভারত যে দিবা-রাত্রির টেস্ট খেলবে না তার আগাম একটা খবর দিয়ে রেখেছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এরপরেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করানোর আশায় সফর সূচির প্রথম টেস্টের সময় ঝুলিয়ে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। লাভ হয়নি তাতেও। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই আগের অবস্থানে অটল থাকায় অ্যাডিলেডে এবার কোনও দিবা-রাত্রির টেস্ট হচ্ছে না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী জেমস সাদারল্যান্ডকে চিঠিতে জানিয়েছেন, প্রশাসকদের কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ভারত আগামী বছরের কোনও এক সময় দিবা-রাত্রির টেস্ট খেলবে। এই প্রেক্ষিতে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্ট খেলতে পারছি না। তাই সবগুলো টেস্টই চিরাচরিত ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

ক্রিকেট অস্ট্রেলিয়াও জানিয়েছে তেমন স্বীকারোক্তি, ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে তারা এই মুহূর্তে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্টটি অ্যাডিলেডে খেলতে পারবে না। তাই এই টেস্টটি দিনেই অনুষ্ঠিত হবে।

৬ ডিসেম্বর অ্যাডিলেডে গোলাপী বলে টেস্ট খেলতে চেয়েছিল অস্ট্রেলিয়া। কারণ ২০১৫ সালের নভেম্বর পর থেকে প্রতি বছর একটি করে দিবা-রাত্রির টেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে। তাদের এই রীতিতে শেষ পর্যন্ত বাধা হয়েই থাকলো ভারতীয় ক্রিকেট বোর্ড! শুরু থেকে এই ফরম্যাটে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেনি কোহলিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি