ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সাকিবের প্রশংসায় লক্ষ্মণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে চমক দেখিয়ে চলেছেন তিনি। সোমবার সাকিবের অলরাউন্ড নৈপূণ্যে বেঙ্গালুরুকে হারিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। আর হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ প্রশংসায় ভাসিয়েছেন সাকিবকে।

ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করে লক্ষ্মণ বলেন, হায়দরাবাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড। লক্ষ্মণ আরও বলেন, সাকিব প্রায় এখন দুটি করে উইকেট নিচ্ছে। তাছাড়া রান চেক দিচ্ছে। সে অনেক ঠাণ্ডা মেজাজের অ্যাটাকিং বোলার। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি