ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ব্যক্তিগত নিরাপত্তারক্ষীতে অস্বস্তি বিরাটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১২ মে ২০১৮

Ekushey Television Ltd.

মাস ছয়েক আগে বলিউড কুইন আনুশকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি। তবে এখনও তিনি অনেক তরুণীর ‘হার্টথ্রব’৷ বাইশ গজের বাদশা ক্রিকেটবিশ্বেও ‘মোস্ট ওয়ান্টেড’। তাই নিরাপত্তার বেড়াজালে বেষ্টিত বিরাটের ব্যক্তিগত জীবন। কিন্তু এতে একটুও স্বাচ্ছন্দবোধ করেন না ‘ক্যাপ্টেন হট’।

সেলিব্রিটি হয়ে গেলে হারিয়ে যায় সাধারণ জীবনযাত্রা। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর বেষ্টনিতে করতে হয় হাঁটাচলা। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিও এর ব্যক্তিক্রম নন। কিন্তু এতে খুশি না বিরাট।

তাই তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে নিরাপত্তারক্ষী ঘেরা টোপে থাকাটা কখনও কখনও অস্বস্তিবোধ হয়ে ওঠে। তবে আমি জানি, কীভাবে এটা সামলাতে হয়। ভুলে গেলে হবে না সেলিব্রিটিরাও অন্যদের মতো সাধারণ মানুষ। আমার মনে হয়, ফ্যানেদের উচিত সেলিব্রিটিদেরও ব্যক্তিগত জায়গা দেওয়া।’

তবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে কীভাবে সমতা রেখে চলতে হয় তা জানেন বিরাট।

তিনি বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত জীবনে কীভাবে সমতা রক্ষা করে চলতে হয়, আমি তা জানি। যখন আমি পরিবারের সঙ্গে থাকি, তখন ক্রিকেটকে দূরে সরিয়ে রাখি। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখা অথবা লং ড্রাইভে চলে যাই। কখনও আবার প্রিয় কুকুরটির সঙ্গে সময় কাটায়।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি