ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিশ্ব একাদশের নেতৃত্বে আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

শুরুতে বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আফ্রিদি। পরবর্তীতে মত পরিবর্তন করে বললেন, না বিশ্ব একাদশের হয়ে খেলবেন তিনি। এবার শুধু খেলবেন-ই না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের নেতৃত্ব দিতেও দেখা যাবে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে।

আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের ম্যাচ থেকে সরে দাঁড়ান এউইন মরগান। মরগান সরে দাঁড়ানোর পরই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাক এই অলরাউন্ডারকে। এদিকে মরগানের জায়গায় দলে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।

জানা গেছে, আগামী ৩১ মে লর্ডসে ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটি খেলার কথা রয়েছে বিশ্ব একাদশের। মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন কাপের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের আঙুলে আঘাত পান মরগান। ৭ থেকে ১০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি।

বিশ্ব একাদশ: শহীদ আফ্রিদি (অধিনায়ক), তামিম ইকবাল, দিনেশ কার্তিক, রশিদ খান, সন্দীপ লামিচানে, মিচেল ম্যাকক্লেনাঘান, শোয়েব মালিক, থিসারা পেরেরা, লুক রঙ্কি, আদিল রশিদ, স্যাম বিলিংস ও মোহাম্মদ সামি।

সূত্র: ক্রিকইনফো
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি