ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে সালমাদের ৭ উইকেটে জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এশিয়া মহাদেশে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের ম্যাচে শ্রীলঙ্কার গো হারা হেরে এশিয়া কাপে নিজেদের যাত্রা করেছিল সালমারা। তবে এদিন আর ভুল নয়। দুই দুইবারের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগার যুবারা।

অথচ এই দলটাই আগের ম্যাচে ছিল বিবর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ রানে গুটিয়ে হার দিয়ে যাত্রা শুরু করেছিল সালমারা। কুয়ালালামপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল সালমা খাতুনের দল। গত ম্যাচের মতো আজকেও বোলিংয়ে দুর্দান্ত ছিল মেয়েরা। ৫ উইকেটে তুলে নিয়ে পাকিস্তানকে রুখে দিয়েছিল মাত্র ৯৫ রানে।

জবাবে খেলতে নামা নিগার সুলগানার অপরাজিত ৩১ এবং ওপেনিং ব্যাটসম্যান শামিমা সুলতানার ৩১ রানের উপর ভর করে জয় পায় সালমা খাতুনরা। ব্যাটে বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন ফাহিমা খাতুন। ৪ ওভার বোলিংয়ে মাত্র ১৮ রান খরচ করে তুলে নেন ১ উইকেট। ২৩ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে নেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি