ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৫ জুন ২০১৮ | আপডেট: ১০:৩৯, ৬ জুন ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বাজেভাবে হারার হতাশায় মোড়ানো দু:স্মৃতি ভুলে আজ রাতে ফের মাঠে নামছে টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা নেই সাকিব বাহিনীর।
দেরাদুনে আজ রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে হারের ভুল ও ধাক্কা সামলিয়ে আজ যেকোনো উপায়ে জিততে চায় বাংলাদেশ।
এ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে আফগানিস্তান। অর্থাৎ জয়ের ছন্দ ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই আফগানরা মাঠে নামতে পারে।
তবে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। জয় পেতে মরিয়া টাইগার একাদশে একাধিক রদবদল ঘটতে পারে।  
গত ম্যাচের ব্যর্থতার কারণগুলো নির্দিষ্ট হওয়ার পর আজ দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। ছয় ব্যাটসম্যান+এক অলরাউন্ডার (সাকিব ছাড়া)+দুই পেসার+ এক স্পিনার এই ফমূর্লায় একাদশ সাজানো হতে পারে।
বোলিংয়ে আবু জায়েদ রাহির জায়গায় ঢুকতে পারেন আবু হায়দার রনি। গত ম্যাচে পেসাররা ছিলেন নিষ্প্রভ। এই বিবেচনায় আজ একজন পেসার কম খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আবুল হাসান রাজুর জায়গায় খেলতে পারেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। এই অলরাউন্ডার নামলে টেল এন্ডে বেশ সহযোগিতা পায় বাংলাদেশ। দ্রুত কিছু রানও তুলে দিতে পারেন।
এদিকে গত ম্যাচে ব্যাটিং বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। তামিম, সাব্বির, মুশফিক-এই তিন ব্যাটসম্যান একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মুশফিক যাও কিছুক্ষণ ক্রিজে ছিলেন। তামিম আর সাব্বির তো প্রথম বলেই আউট। সাকিব-মোসাদ্দেকও নামের প্রতি সুবিচার করতে পারেন নি। এই বাস্তবতা সত্ত্বেও ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার চিন্তা খুব একটা নেই টিম ম্যানেজম্যান্টের। গত ম্যাচের সাত ব্যাটসম্যানদের আজকের ম্যাচেও দেখা যেতে পারে। বড়জোর সাব্বিরকে বাদ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলে ঢুকে যেতে পারেন আরিফুল হক। তবে সেই সম্ভবনা খুবই কম। কারণ আরিফুল এখনও সাব্বিরের বিকল্প হয়ে উঠতে পারেন নি। কেউ কেউ অবশ্য বলছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ দলে ঢুকলে বাদ পড়তে পারেন মোসাদ্দেক হোসেন। দলে ঢুকতে পারেন সৌম্য সরকারও।
সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন/ সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি