ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

শামি ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করতে চায় : হাসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ নিয়ে পানি কম ঘোলা হয়নি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন, যৌতুক, পরকিয়াসহ বহু অভিযোগ তুলেছেন হাসিন। গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত। তবুও সুরাহা হয়নি বিষয়টি। এতে দমে যাননি সুদর্শনী হাসিন। এবার শামির পক্ষ থেকে টাকা নিয়ে ডিভোর্সের দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন হাসিন।
শামি-হাসিন মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। সোমবার আলিপুর আদালতে বিচারক নেহা শর্মার এজলাসে মামলাটির শুনানি ছিল। এ সময় শামির আইনজীবী সেলিম রহমান, নাজমুল আলম সরকার এবং হাসিন জাহানের আইনজীবী জাকির হোসেন সময় চাওয়ায় ১৫ দিন পর ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।
জানা গেছে, মাঝের এই সময়ে শামির সঙ্গে কোনো কথা হয়নি হাসিনের। তবে শামির পক্ষ থেকে তার কাছে টাকা নিয়ে ডিভোর্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন হাসিন।
তিনি জানান, শামির সঙ্গে কথা হয়নি। কিন্তু পরিচিতের মাধ্যমে আমাকে টাকা নিয়ে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আমি ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করিনি। শামি নিজের পুরো সম্পত্তি আমার নামে করে দিলেও ওকে ডিভোর্স দেব না।
এ সময় হাসিনের আরও দাবি, শামি ওর আত্মীয়র মাধ্যমে খবর পাঠিয়েছে ঈদের পাঁচদিন পর ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করবে।
সূত্র : এ বেলা

/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি