ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

নাসিরের সফল অস্ত্রোপচার, হাসপাতাল ছাড়ছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১০ জুন ২০১৮

অস্ট্রেলিয়ায় অলরাউন্ডার নাসির হোসেনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। হাসপাতাল থেকে আজ ছাড়পত্র পাচ্ছেন তিনি। তাঁর অপারেশনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তিনি বলেন, নাসিরের অপারেশন শুক্রবারই হয়েছে। ওর দুটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। দুটি অপারেশনই হয়েছে। দেশে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুসারে নাসির নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তবে তাতেও সময় লাগবে।

নাসির হোসেন সিরাজগঞ্জে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন দুই মাস আগে। সেই থেকে তিনি রয়েছেন মাঠের বাইরে। 

আগে থেকেই নিশ্চিত ছিল নাসিরের এ অপারেশনের পর মাঠে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে। কিন্তু এখন তা হচ্ছে না। তার মাঠে ফিরতে অপেক্ষা আরো বেড়েছে বলেই জানিয়েছেন বিসিবির চিকিৎসক। তিনি বলেন, ‘শুরুতে ওর একটি লিগামেন্ট অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ওর দুটি লিগামেন্টেই অপারেশন হয়েছে। আগে বলেছিলাম ৬ মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবে। এখন তা বলা যাচ্ছে না। আমাদের ধারণা আরো দুই মাস বেশি সময় লাগতে পারে।

/ এআর /


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি