ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ম্যাচ ফি ও বেতন কেমন প্রমীলা ক্রিকেটারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ১০ জুন ২০১৮ | আপডেট: ১০:২৮, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল এর আগে বেশ কয়েকবার বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ এনে দিতে পারেনি।  

পুরুষদের এই আক্ষেপ মিটিয়েছে প্রমিলারা। রোববার নারী এশিয়া কাপের ফাইনাল জিতে ইতিহাস গড়েছে সালমারা।

তবে সালমারা পুরুষ দলের তুলনায় চরম বৈষম্যের শিকার। এর আগে মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশ হলেও প্রমিলা দলের বেতন খুব একটা বাড়েনি।  

সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশি ক্রিকেটারদের বেতন-ভাতায় বড় পরিবর্তন আসে। ঘরোয়া লীগে আগের চেয়ে ২০ শতাংশ ম্যাচ ফি বাড়ানোর পরও তা দাঁড়ায় ৬১০ টাকায়। এর আগে তা ছিল মাত্র ৫০০ টাকা!

বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলে ম্যাচ ফি পায় ৮ হাজার টাকা। যা অন্য সব দেশের চেয়ে কম।

বাংলাদেশের মেয়েরা মাসের হিসেবে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ও ‘সি’ ক্যাটাগরিতে সর্বনিম্ন ১০ হাজার টাকা উপার্জন করেন। যা বছরে দাঁড়ায় সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার ও সর্বনিম্ন ১ লাখ ২০ হাজার টাকা।

ক্রিকেট বিশ্বে পঞ্চম ধনী বোর্ড বাংলাদেশের। আইসিসির হিসাব অনুযায়ী, বিসিবির সম্পদের পরিমাণ প্রায় ৪১০ কোটি টাকা। অথচ সেই দেশের নারী ক্রিকেটের এমন হাল।

বিভিন্ন সময় পুরষ ক্রিকেট দল জয়লাভের পর সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু নারী ক্রিকেট দলকে এরকম কোনো পুরস্কার এখনো দেওয়া হয়নি।  

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি