ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলছেন না মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১১ জুন ২০১৮ | আপডেট: ১১:৩২, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের জন্য আরও একটা দু:খ অপেক্ষা করছে। চোটের কারণে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে  নামছে না মোস্তাফিজ। আইপিএল থেকে ফিরেছিলেন চোট নিয়েই। বাঁ পায়ের বুড়ো আঙুলের চোট। এই চোট মোস্তাফিজুর রহমানকে খেলতে দেয়নি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। চোট থেকে সেরে না ওঠায় মোস্তাফিজ থাকছেন না ক্যারিবীয়দের বিপক্ষে টেস্টেও।

 এখনো পুনর্বাসন প্রক্রিয়া চলছে মোস্তাফিজের। রানিংই শুরু করবেন ১৭ বা ১৮ জুন অর্থাৎ ঈদের পর। রানিংয়ের পর বোঝা যাবে তিনি চোট থেকে কতটা সেরে উঠেছেন। ৪ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে শুরু প্রথম টেস্টে তাই মোস্তাফিজকে দলে না রাখারই পরামর্শ বিসিবির ফিজিও কিংবা চিকিৎসকদের।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ রওনা দেবে ২৩ জুন। যেহেতু মোস্তাফিজকে নিয়ে অনিশ্চয়তা আছে, কাল বিকেলে তাঁকে ছাড়াই বাংলাদেশ টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকেরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বললেন, ‘সে চোট থেকে সেরে ওঠেনি, তাকে দলে রাখব কী করে! তাকে তো আগে ফিট হতে হবে, তার পর না হয় দলে রাখার বিষয়টি আসবে।’

সূত্র : ক্রিকইনফো।

 টিআর/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি