ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ঈদগাহে স্বজনদের সঙ্গে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জীবনের বিশেষ দিনগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ ঈদেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি।

আজ শনিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সকালে নতুন পাঞ্জাবি পড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায়ে হাজির হয়েছেন ঈদগাহে। ব্যতিক্রম ঘটেনি বগুড়ার ছেলে মুশফিকের বেলায়ও।

ঈদগাহে বসা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মুশফিক। যাতে বেশ হ্যাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। সঙ্গে আরো অনেককে দেখা গেলেও ছবি ক্যাপশনে কিছুই লেখেননি মুশফিক। তবে ইতোমধ্যে ভক্তদের লাইক এবং কমেন্টে ভরে গেছে তার ফেসবুক ওয়াল।

মুসফিক ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে খেলে এসে ছুটি পেয়েছেন ঈদের। ঈদের দুদিন পর আবার ব্যস্ত হয়ে পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি নিয়ে। চলতি মাসের শেষের দিকেই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশে রওয়ানা হবে টাইগাররা। তার আগে কটা দিন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে থাকবেন মুশফিকরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি