ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

হোয়াইটওয়াশের লজ্জার পথে ইংলিশরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ওয়ানডে ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশের লজ্জার দিকে ঠেলে দিল ইংলিশরা। ৫ ম্যাচ সিরিজের ৪-০ তে জিতে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড আগেই। এখন কেবল হোয়াইটওয়াশ বাকি।

জেসন রয়ের সেঞ্চুরি আর জনি বেয়ারস্টোনের ৭৯ রানের উপর ভর করে অস্ট্রেলিয়ার ৩১০ রানের টার্গেটকে মামুলি বানিয়ে ফেলে ইংলিশরা। ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ শিবির।

অজি ব্যাটসম্যান শন মার্স এবং অ্যারন ফিঞ্চের সেঞ্চুরির উপর ভর করে ৩১০ রানের পাহাড়সম রান দাঁড় করায় অস্ট্রেলিয়া। কিন্তু আগের ম্যাচে যারা ৪৯০ রান তুলে ফেলেছে, তাদের কাছে ৩১০ রান তো নিতান্তই তুচ্ছ। হয়েছেও তাই। ব্যাট করতে নেমে জেসন রয় ও জনি বেয়ারস্টোনের ওপেনিং জুটিতে ১৭৪ রান তুলে ইংলিশরা। এরপর জস বাটলার নেমে তাণ্ডব দেখিয়েছে। তার ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসেই শেষ পর্যন্ত ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

আগামী রোববার শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই হোয়াইটওয়াশের লজ্জা দিবে ইংলিশরা।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি