ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন শোয়েব মালিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আসছে বিশ্বকাপের পরই ৫০ ওভারের ক্রিকেটে দাড়ি টানবেন শোয়েব মালিক। আর এই বছরটিই আন্তর্জাতিক ক্রিকেটের শেষ বছর বলে জানিয়ে দিয়েছেন চকলেট বয়খ্যাত শোয়েব মালিক। ২০১৯ বিশ্বকাপই শেষ, তারপরই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেবেন পাক এই তারকা।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসা শোয়েব মালিক জানান, ২০১৯ সালের বিশ্বকাপ জিতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন। সাংবাদিক সম্মেলনে এই পাক অল-রাউন্ডার জানিয়েছেন, “যদি আপনি নিজের লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে সেই অভিষ্ট লক্ষ্যের অভিমুখেই আপনার জীবন এগিয়ে যাবে। আমিও জীবনের লক্ষ্য স্থির করেছি। আমরা অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৯) জিতেছি, চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি (২০১৭)। কেবল বিশ্বকাপটাই এখনও আমার কাছে অধরা। যার জন্য আমাকে অবিরাম পরিশ্রম করতে হচ্ছে। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। আমি বিশ্বাস করি এই তরুণ দল অসাধ্য সাধন করার ক্ষমতা রাখে। আমরা নিজের শ্রেষ্ঠটাই দেব। আর পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিব।’

তবে একদিনের আন্তর্জাতিক থেকে সরে দাঁড়ালেও এখনই টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না শোয়েব মালিক। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সবথেকে ছোট ফরম্যাটে খেলা চালিয়ে যাবার ঘোষণা দিয়ে রেখেছেন আগেই। উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শোয়েব মালিকের।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি