ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হেরাথ ঘূর্নিতে প্রোটিয়াদের ১৯০ রানে হারালো লঙ্কানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:১৯, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

উড়তে যাওয়া প্রোটিয়াদের জয়রথ থামিয়ে দিয়েছে লঙ্কানরা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে ১৯০ রানে প্রোটিয়াদের হারিয়ে টেস্ট সিরিজের শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা। আর জয়ের সব কীর্তি দিয়ে হয় লঙ্কান বোলার রঙ্গনা হেরাথকে। পাঁচ দিনের ম্যাচের চারদিনেই জয় ছিনিয়ে নিয়েছে সুরেঙ্গা লাকমলরা।

পাঁচ দিনের সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং ব্যর্থতাই দলকে সহজ জয় এনে দিয়েছে। প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৩৮ রানের জবাবে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। লঙ্কানরা হয়তো রানের চাকা আরও বাড়িয়ে নিতে পারতো। তবে ভারতীয় বংশোদ্ভূত প্রোটিয়া বোলার কেশব যাদব একাই ৯ উইকেট নিয়ে লঙ্কানদের বেকায়দায় ফেলেন। তবে এরই মধ্যে তারা তুলে নেয় ৩৩৮ রান।

এদিকে প্রথম ইনিংসে লঙ্কান বোলিংয়ের তোপের মুখ মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস। লঙ্কানদের পক্ষে দিলরুয়ান পেরেরার ৪ উইকেট, অখিল দেওয়ানজি ৫ উইকেট নেন। এদিকে দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটসম্যানেরা ২১৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে। ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলার রঙ্গনা হেরাথের ঘূর্নিতে ২৯০ রানে থেমে যায় প্রোটিয়া ইনিংস। হেরাথ দ্বিতীয় ইনিংসে ৩২.৫ ওভার বল করে ৯৮ রান খরচে ৬ উইকেট নেন। করুণারত্নে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি