ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ফের তিন ম্যাচের জন্য নিষিদ্ধ গুনাতিলাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

লঙ্কান ব্যাটসম্যান দানুস্কা গুনাতিলাকাকে আবারও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এ শাস্তি দিয়েছে এসলসি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত কোনো ম্যাচের ম্যাচ ফি ও কোনো ধরণের বোনাস পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালে তার অপরাধকে মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ হওয়া ছয় ম্যাচের তিনটি করা হয়েছে তার বর্তমান অপরাধের জন্য। বাকি তিনটি করা হয়েছিল গেল বছরের অক্টোবরে। গত বছরও ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিল গুনাতিলাকা। পরবর্তীতে আপিল আবেদনে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

ওই সময় তার বোর্ডের সঙ্গে করা বার্ষিক চুক্তির ২০ শতাংশ জরিমানা করা হয় তাকে। গুনাতিলাকার বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। টিম হোটেলে এ কাণ্ড ঘটান গুনাতিলাকা। তবে শ্রীলঙ্কান পুলিশ জানিয়েছে যৌন হয়রানির অভিযোগে গুনাথিলাকা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ক্রিকেটার গুনাতিলাকা নন।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি