ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

৩৫ বলে গাপটিলের বিস্ফোরক সেঞ্চুরি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম বলেই বাউন্ডারি হাঁকান মার্টিন গাপটিল। এরপর তার ব্যাটে ঝড় শুরু হলো। যা রীতিমতো টর্নেডোর মতো বয়ে গেল। শেষ মুহুর্তে করলেন বিস্ফোরক এক সেঞ্চুরি।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি কাপে শুক্রবার উস্টারশায়ারের হয়ে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে গাপটিল সেঞ্চুরি করেছেন মাত্র ৩৫ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা যৌথভাবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় দ্রুততম।  

নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে ৪০ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১০২ রানের টর্নেডো ইনিংস খেলেন গাপটিল। তার সেঞ্চুরি ও জো ক্লার্কের ৩৩ বলে অপরাজিত ৬১ রানের সুবাদে উস্টারশায়ার ১৮৮ রানের লক্ষ্যটা পেরিয়ে গেছে ১৩.১ ওভারেই, ম্যাচ জিতেছে ৯ উইকেটে।

প্রথম আট বলে গাপটিলের রান ছিল ৬, বাউন্ডারি ছিল না একটিও। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান চতুর্থ ওভারে রিচার্ড গ্লিসনের এক ওভারেই হাঁকান চারটি চার ও একটি ছক্কা!

ষষ্ঠ ওভারে ররি ক্লেইনভেল্টের পরপর চার বলে দুটি করে চার ও ছক্কা হাঁকানোর পথে গাপটিল ফিফটি পূর্ণ করেন ২০ বলে। পরের পঞ্চাশ করতে লেগেছে মাত্র ১৫ বল! ব্যক্তিগত ৯০ থেকে কাইল কোয়েতজারকে টানা চার ও ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে গেলেন তিন অঙ্ক। পরের ওভারে আউট হয়ে যান গ্লিসনের বলে।

২০০৪ সালে কেন্টের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যান্ড্রু সায়মন্ডস। ইংল্যান্ডের মাটিতে সেটিই দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এরপরই আছে গাপটিলের ৩৫ বলে সেঞ্চুরি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ক্রিস গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে গেইল সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩০ বলে। এ বছরের শুরুতে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিল্লির হয়ে হিমাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করেন ঋষভ পন্ত।

গাপটিলের মতো ৩৫ বলে সেঞ্চুরি আছে আরো তিনজনের- ২০১১ সালে কেনিয়ার বিপক্ষে নামিবিয়ার লুইস ভান দের ওয়েস্টহুইজেন, এ বছর বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের রোহিত শর্মা। এর মধ্যে শেষ দুটি আন্তর্জাতিক ম্যাচে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি