ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রথম উইকেটের পতন বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম উইকেটের পতন হয়েছে বাংলাদেশের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারায় সফরকারি বাংলাদেশ।

ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের বাসেটেরিতে ম্যাচের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। প্রথম থেকে দুই ওপেনার তামিম আর এনামুল দেখে শুনে খেললেও ৯.৩ ওভারে ব্যক্তিগত ১০ রান করে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। আগের ম্যাচে মারকুটে মেজাজে খেলা এনামুল এই ম্যাচে খেলেন অনেকটাই টেস্ট ধাঁচে। ১০ রান নিতে খরচ করেন ৩১টি বল।

স্বাগতিকদের অধিনায়ক হোল্ডারের বলে মিড-অনে পওয়েলের তালুবন্দী হন এনামুল। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান।

১০ ওভার চার বল শেষে দলীয় ৩৮ রান নিয়ে সাকিবকে নিয়ে অপরাজিত আছেন ইনিংস ওপেনার তামিম ইকবাল। ৩৩ বলে ২৩ রান করে খেলে যাচ্ছেন তিনি।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি