ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

দ্রুততম হাফসেঞ্চুরির মালিক এখন মান্ধানাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের সঙ্গে যুগ্মভাবে এই কীর্তির মালিক হলেন স্মৃতি। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে এই নজির গড়েন সোফি। যা রবিবার ছুঁয়ে ফেললেন ভারতীয় ওপেনার।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজিত কিয়া সুপার লিগের ম্যাচে ১৮ বলে হাফসেঞ্চুরি করেন স্মৃতি। ভারতীয় ওপেনারের মারমুখি ব্যাটিংয়েই তো শেষ পর্যন্ত ৮৫ রান তোলে ওয়েস্টার্ন স্টর্ম। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০ ওভারের পরিবর্তে ছয় ওভারে এই রান তোলে স্টর্ম। ১৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন স্মৃতি। ১৩ বলে ২৫ রান করেন র‌্যাশেল প্রিস্টও।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি