ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ভুটানকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছে টিম বাংলাদেশ। গত আসরে এই ভুটানের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তপুদের। তবে সম্প্রতি কাতারের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পরই আশা করা হচ্ছিল, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ঝলক দেখাবে তপুরা। ভুটান ম্যাচে যেন সেই আধিপত্যই ধরে রেখেছে টিম বাংলাদেশ।

খেলা শুরুর প্রথম ৩ মিনিটের মাথায় ভুটানের জালে বল জড়ায় বাংলাদেশ। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক নেওয়ার সময় ডি বক্সের মধ্যে সাদউদ্দিনকে ফাউল করেন ভুটানের থেরিং ধিরাজ। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর তপু বর্মন স্পট কিকে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই কর্নার কিক থেকে তপু বর্মণ গোলের সুযোগ মিস করলেও দ্বিতীয় মিনিটে - ম্যাচের ৪৭ মিনিটে সুন্দর শটে গোল করেন মাহবুবুর রহমান সুফিল। ফলে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। এরপর একাধিক সুযোগ এলেও গোলের দেখা পায়নি কোনো দলই।

আজ মঙ্গলবার ১২তম সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠেছে নেপাল ও পাকিস্তানের লড়াই দিয়ে। বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় তারা। একইদিন সন্ধ্যায় বাংলাদেশ ও ভুটানের ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ দল : শহীদুল আলম, ওয়ালি ফয়সাল, তপু বর্মণ, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, আতিকুর রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, মাসুক মিয়া জনি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি