ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

বৃষ্টি আইনে সংশোধনী এনেছে আইসিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বৃষ্টি আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি।

এছাড়াও বল টেম্পারিং করার অপরাধে শাস্তি আগের তুলনায় বৃদ্ধি করেছে সংস্থাটি।

শনিবারই আইসিসি জানিয়েছিল, নতুন বৃষ্টি আইনের কথা। রোববার থেকেই দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ থেকে চালু হলো নতুন এই নিয়ম। একই সঙ্গে চালু হল আইসিসি’র নতুন কোড অব কন্ডাক্ট এবং প্লেয়িং কন্ডিশন।

খেলার মাঠে যদি কোন ক্রিকেটার বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করেন তা হলে তা আইসিসি’র লেভেল থ্রি অপরাধ বলে বিবেচিত হবে। যা আগে লেভেল টু অপরাধ ধরা হতো। এতে খেলোয়াড়ের ১২ ডেমেরেট পয়েন্ট যোগ হবে। যার ফলে সে খেলোয়াড় ৬টি টেস্ট এবং ১২টি ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

এছাড়া বৃষ্টি আইনেও পরিবর্তন আনা হয়েছে। ইনিংসের শেষ দিকে যে দল বেশি রান করবে তারা সুবিধা পাবে। ওয়ানডের ক্ষেত্রে শেষ ২০ ওভার বেশি গুরুত্ব পাবে। ৩০ সেপ্টেম্বর থেকেই এ নিয়ম কার্যকর হয়েছে। 

উল্লেখ্য চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফরের কেপটাউন টেস্টে বল বিকৃতি করায় দোষী সাব্যস্ত হন অস্ট্রেলিযার তিন ক্রিকেটার। অসি দলনেতা স্মিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে দেশের হয়ে ক্রিকেট খেলা থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করে দেশটির ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া)। মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্টকে ক্রিকেট থেকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি