ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রাব্বি আরেকটি সুযোগ পেতে পারে: মাশরাফি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চার বলে শুন্য রানেই ফিরে গেলেন ফজলে মাহমুদ রাব্বি। বহু দিনের লালিত স্বপ্ন মুহুর্তেই উড়ে গেল। বহু বছরের অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া প্রথম সুযোগে আউট শুন্য রানেই। রাব্বির অভিষেক বিবর্ণ হলেও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন তাকে আরও সুযোগ দেওয়া উচিত। অন্তত আর একটি সুযোগ তার প্রাপ্য।    

এ বিষয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, অবশ্যই আরেকটি সুযোগ ওর পাওয়া উচিত। একটি ম্যাচ দিয়ে কাউকে বিচার করা কঠিন। বলতে পারেন, তাকে নেওয়া হলো কেন (প্রথম ম্যাচে), তাহলে সেদিক থেকে বলতে পারেন এটা ভুল। কিন্তু নেওয়ার পর অবশ্যই তাকে আরও সুযোগ দেওয়া উচিত। কারণ একটি ম্যাচ দিয়ে তাকে বিচার করা উচিত নয়। আর যে বলে আউট হয়েছে সেটাতেও দোষ দেওয়ার কিছু নেই। ক্রিকেট খেলায় এমনিতেও দোষের জিনিস কিছু নেই।”

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা ও ‘এ’ দলের হয়ে সাম্প্রতিক সাফল্য, পাশাপাশি সাকিব আল হাসানের না থাকা, সব মিলিয়ে এবারের জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পান ফজলে রাব্বি। প্রথম ওয়ানডেতে অভিষেকও হয়ে যায় ৩০ বছর বয়সে। ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডের পর এত বেশি বয়সে ওয়ানডে অভিষেক হয়নি বাংলাদেশের আর কারও।

প্রথম সুযোগে তিনে ব্যাট করে চার বলে শূন্য করে ফিরেছেন ফজলে রাব্বি দারুণ এক ডেলিভারিতে। বোলিংয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য। ফিল্ডিংয়ে অবশ্য ছিলেন বেশ প্রাণবন্ত ও চনমনে।

মাশরাফি আরও বলেন, “রাব্বি আরেকটি সুযোগ ডিজার্ভ করে। আমি যদি রাব্বির জায়গায় থাকতাম তাহলে প্রত্যাশা করতাম যে আমি সামনের ম্যাচে খেলব। বাকিটা তো নির্বাচক, টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। আমি রাব্বি হিসেবে বলছি, আমার কাছ থেকে অবশ্যই মনে হয় যে একটা সুযোগ প্রাপ্য।”

সাম্প্রতিক সময়ে এনামুল হক, লিটন দাসকে টানা সুযোগ দেওয়া হয়েছে বেশ কিছু ব্যর্থতার পরও। অধিনায়কের নিজেরও বড় ভূমিকা ছিল সেসব সিদ্ধান্তে। তবে অধিনায়কের কথা বা চাওয়াই যে শেষ কথা নয়, সেটি বারবার মনে করিয়ে দিলেন মাশরাফি।

এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি