ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ শুক্রবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে টিম বাংলাদেশ। আগের টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে ফেলেছে টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে নিয়মরক্ষার ম্যাচে। তবুও এই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ দিতে চায় স্বাগতিকরা।

প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু আজ মূল লক্ষ্য হোয়াইটওয়াশ হলেও যেহেতু নিয়মরক্ষার ম্যাচ, তাই স্কোয়াডে থাকা বেশ কিছু ক্রিকেটারকেই এদিন ‘বাজিয়ে দেখার’ চিন্তায় টিম ম্যানেজমেন্ট।

সম্ভাব্য একাদশ

১. লিটন কুমার দাস

২. ইমরুল কায়েস

৩. ফজলে মাহমুদ রাব্বি/সৌম্য সরকার/নাজমুল হোসেন শান্ত

৪. মুশফিকুর রহিম

৫. মোহাম্মদ মিথুন

৬. মাহমুদুল্লাহ রিয়াদ

৭. মেহেদি হাসান মিরাজ/আরিফুল হক

৮. মোহাম্মদ সাইফুদ্দিন

৯. মাশরাফি বিন মর্তুজা

১০. মুস্তাফিজুর রহমান/আবু হায়দার রনি

১১. নাজমুল ইসলাম অপু

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি