ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:১২, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

শুরুতেই ২ উইকেটে হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়েকে পথ দেখিয়েছে শন উইলিয়ামস আর ব্রেন্ডন টেইলরের জুটি। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রান তুলে দলকে শক্ত ভিত্তি এনে দেন। নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন। ৮৭ রানে অপরাজিত উইলিয়ামসের সঙ্গী হয়েছেন সিকান্দার রাজা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ৩৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০০ রান। এতে দেখা যাচ্ছে, বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৩৭ বলে ২৬ রানে ব্যাট করছেন। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডতে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনির শিকার হন হ্যামিল্টন মাসাকাদজা (২)। জিম্বাবুয়ে অধিনায়কের স্টাম্প উপড়ে দেন রনি। ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস।

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে বড় পরিবর্তন নিয়েই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। বাইরে চলে গেছেন ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। গত দুই ম্যাচে `ডাক` মারা ফজলে রাব্বির বাদ পড়াটা অনুমিতই ছিল। বাকী দুইজন মুস্তাফিজ আর মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার,আরিফুল হক এবং আবু হায়দার রনি। ফজলে রাব্বির ব্যর্থতায় অনুমিতভাবেই ৩ নম্বরে ব্যাটিং করবেন সৌম্য। মেহেদী মিরাজের ৮ নম্বর স্থানটিতে নামবেন আরিফুল হক। আর মুস্তাফিজের জায়গায় বাজিয়ে দেখা হবে পেসার আবু হায়দার রনিকে।

অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও এসেছে পরিবর্তন। বাইরে চলে গেছেন চাতারা এবং মাভুতা। তাদের জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ দল: লিটন, ইমরুল, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, আরিফুল, আবু হায়দার, মাশরাফি (অধিনায়ক), নাজমুল অপু, সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি