ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সৌম্যর পর শতক ইমরুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ২৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একই ম্যাচে শতকের দেখা পেলেন দুই টাইগার ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেঞ্চুরি হাকান সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ১১৭ রান করে সৌম্য আউট হওয়ার পর ক্যারিয়ারের চতুর্থ শতক পূরণ করেন ইমরুল।

চট্টগ্রামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯৯ বলে শতকের দেখা পান ইমরুল। ইমরুল তার ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির দুইটিই পেয়েছেন এই সিরিজে। এর আগে ঢাকার মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস।

দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন ইমরুল। ধীরে সুস্থে খেলা সেই ইনিংসে ১১১ বলে ৯০ রান করেছিলেন তিনি।

তিনি সেঞ্চুরি করার পাশাপাশি আরেক বাহাতি সৌম্যকে নিয়ে করেছেন ২২০ রানের জুটি। আর তাদের ব্যাটিং এ তৈরি মঞ্চে এখন জয়ের পথে ইমরুলের সাথে ব্যাট করে যাচ্ছেন মুশফিকুর রহমান।

১৩ ওভার দুই বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার আর মাত্র ২৮ রান। হাতে আছে ৮ উইকেট।

//এস এইচ এস//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি