ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজ ঘুরে দাঁড়াতে মরিয়া খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৫৩, ৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিপিএলের চলতি আসরে দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি মাহমুদুল্লাহর খুলনা টাইটানস। দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছে মাহমুদুল্লাহর দল।

টানা দুই ম্যাচে হারের পর বিপিএলের অষ্টম ম্যাচে আজ বুধবার রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৫ টা ২০ মিনিটে।

আজকের ম্যাচে আগের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে চায় রুপসা পাড়ের দলটি। এমনটাই জানিয়েছেন টাইটানসের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসি। অন্যদিকে, হার দিয়ে এবার আসর শুরু করলেও, জয়ের ধারায় ফেরার প্রত্যয় পদ্মা পাড়ের দল রাজশাহী কিংসের।

চলতি আসরটা একেবারেই ভাল যাচ্ছে না খুলনা টাইটানসের। নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে লড়াই করে ৮ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে কোনও প্রতিরোধ গড়তে পারেনি মাহমুদুল্লাহরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে নির্বিষ পারফরম্যান্সে ১০৫ রানের বড় ব্যবধানে হার মানে খুলনা। তাই টানা ম্যাচ হেরে এবার হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া খুলনা।

অন্যদিকে, খুলনার মতো প্রায় একই দশা রাজশাহী কিংসেরও। তবে খুলনা ২ ম্যাচ খেলে দুটি হারলেও রাজশাহী এক ম্যাচ খেলে একটিতে হেরেছে। যেখানে ঢাকার বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মানতে হয় মিরাজের দলকে। তাইতো অনুশীলনে ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে কোচ ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি