ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ওয়ার্নারের অস্ত্রোপচার আজ

প্রকাশিত : ০৮:৫১, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১০:৫০, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিপিএলের মাঝপথে কনুইয়ের চোট নিয়ে দেশে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। অবশেষে তাকে চিকিৎসা নিতেই হচ্ছে। আজ মেলবোর্নে হবে তার অস্ত্রোপচার। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এমন খবর নিশ্চিত করা হয়েছে।

তার আগে অবশ্য বিপিএল থেকে ছিটকে পড়েন স্টিভ স্মিথ। তিনিও প্রায় একই ধরনের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ হয় স্মিথের।

তবে ওয়ার্নারের চোট খুব একটা গুরুতর নয়। যে কারণে চোট অনুভব হওয়ার পরও বেশ কয়েকটি ম্যাচে তাকে দেখা গেছে। সিলেট সিক্সার্সের হয়ে প্রথমবার বিপিএল খেলতে আসা ওয়ার্নার অল্প সময়েই ভক্তদের মন জয় করেছেন।

সিলেটের হয়ে ব্যাট হাতে ঝলক দেখানোর পাশাপাশি দারুণ নেতৃত্বও দিয়েছেন। সাত ম্যাচে ২২৩ রান করেন ওয়ার্নার। সর্বোচ্চ ইনিংস ৬৩।

প্রসঙ্গত, বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ওয়ার্নার। এ বছরের ২৮ মার্চ শেষ হবে সেই নিষেধাজ্ঞা। তার আগে অস্ট্রেলিয়া দলে ফেরার কোনো সুযোগ নেই। তবে ধারণা করা হয়েছিল মার্চের পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন ওয়ার্নার। তবে চোটের কারণে সে রাস্তা আপাতত বন্ধ হয়ে গেল।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি