ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ফের ইভানসের ব্যাটে লড়াকু পুঁজি রাজশাহীর

প্রকাশিত : ১৫:৫৯, ২৩ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:০৬, ২৩ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বিপিএলের ২৭তম ম্যাচে আজ বুধবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজের রাজশাহী করেছে ১৫৭ রান। অর্থাৎ, চিটাগংয়ের টার্গেট ১৫৮ রান।

গেল ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন লরি ইভানস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেললেন আরেকটি দারুণ ইনিংস।

একে একে টপঅর্ডারের সবাই ফিরলেও ক্রিজ আঁকড়ে বসে থাকেন ইভানস। একপ্রান্ত আগলে রানের ফোয়ারা ছোটান তিনি। সাজঘরে ফেরত আসার আগে খেলেন ৫৬ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৪ রানের নান্দনিক ইনিংস।

চিটাগংয়ের হয়ে খালেদ ২ উইকেট লাভ করেন। এছাড়া ১টি করে উইকেট পান ফ্রাইলিঙ্ক, সানজামুল ও আবু জায়েদ।

বিপিএলের লিগ টেবিলে ভালো অবস্থানে রয়েছে মুশফিকুর রহিমের চিটাগং। ৬ ম্যাচ খেলে ৫ জয়ের বিপরীতে মাত্র একটি হার। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা।

অন্যদিকে, ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে রাজশাহী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি