ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

খুলনার বিপক্ষে সিলেটের সংগ্রহ ১৯৫

প্রকাশিত : ১৬:০৮, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আফিফ হোসেন, সাব্বির রহমান, লিটন দাস ও মোহাম্মদ নওয়াজের চমৎকার ব্যাটিংয়ে খুলনা টাইটানসের বিপক্ষে সিলেট সিক্সার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে সংগ্রহ করেছে ১৯৫ রান।

আজ শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। আগের ম্যাচে খুলনার বিপক্ষে হারায় প্রতিশোধের মিশনে নামে তারা। তাই ব্যাটিংয়ের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। লিটন দাস ও আফিফ হোসেনের ব্যাটে দুর্দান্ত শুরুও পায় অলক কাপালিরা। এই দুই ব্যাটসম্যান ওপেনিং জুটিতে ৭.৫ ওভারে যোগ করেন ৭১ রান। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করে লিটন আউট হলে ভাঙে তাদের জুটি।

লিটনের আউটের পর আবার ধাক্কা খায় সিলেট। আগের ম্যাচে আলো ছড়ানো জেসন রয় ‍কিছুই করতে পারেননি। তাইজুলের বলে মাত্র ১ রান করে ফেরেন প্যাভিলিয়নে। ওপেনিংয়ে নেমে নিজের কার্যকরিতা দেখানো আফিফও শিকার তাইজুলের। ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় আফিফ খেলে যান ৪৯ রানের ঝড়ো ইনিংস।

দ্রুত ৩ উইকেট হারানো সিলেটের হাল ধরেন সাব্বির। নিকোলাস পুরান ১০ বলে ১২ রান করে আউট হওয়ার পর নওয়াজকে সঙ্গে নিয়ে তিনি বাড়িয়ে নেন দলের রান। ব্যাটে ঝড় তুলে সিলেটের রান ২০০’র কাছাকাছি নিয়ে যান সাব্বির-নওয়াজ।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাব্বির ২৯ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৪ রানে। অন্যদিকে ২১ বলে নওয়াজ তার হার না মানা ৩৯ রানের ইনিংসটি সাজান ৩ চার ও ২ ছক্কায়।

খুলনার সবচেয়ে সফল বোলার তাইজুল। এই স্পিনার ৩০ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। বাকি উইকেটটি পেয়েছেন জুনায়েদ খান।

সিলেট একাদশ :
লিটন দাস, সাব্বির রহমান, জেসন রয়, আফিফ হোসেন, নিকোলাস পুরান, নাবিল সামাদ, অলোক কাপালি, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভির, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
খুলনা একাদশ :
ব্রেন্ডন টেইলর, জুনায়েদ সিদ্দিকি, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, আরিফুল হক, ডেভিড উইসে, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনাইদ খান.শুভাশিস রায়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি