ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

১০ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৩২

প্রকাশিত : ০৯:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের বোলারদের কোনভাবেই সামলাতে পারছেন না টাইগাররা। এক্সট্রা সুইং, গতি, বাউন্সে দিশেহারা বাংলাদেশ টিম। একের পর এক আসছেন আর যাচ্ছেন।
ম্যাকলিন পার্কে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ট্রেন্ট বোল্টের সর্পিল সুইংয়ে উইকেটের পেছনে টম লাথামকে ক্যাচ দিয়ে ফেরেন ইনফর্ম ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ম্যাট হেনরির বলে সোজা বোল্ড হয়ে ফেরেন লিটন দাস। প্রিয় পজিশন চারে ব্যর্থ হন মুশফিকুর রহিম। বোল্টের বলে কাট করতে গিয়ে তিনি প্লেড-অন হয়ে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। এ পরিস্থিতিতে অবিচল থাকতে পারেননি সৌম্য সরকার। হেনরির বাউন্সারে হুক করতে গিয়ে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন দুর্দান্ত খেলতে থাকা এ বাঁহাতি। ফেরার আগে ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৮.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৩২ রান।
চরম বিপর্যয়ের মুখে আস্থার প্রতিদান দিতে পারেননি নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সাব্বির রহমান। মিচেল স্যান্টনারের বলে ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পিং হয়ে ফেরেন তিনি। এরপর মিথুনের ব্যাটে আসে ৬২ রান। আর এতেই কিছুটা আশার আলো দেখে টাইগাররা। তবে শেষ রক্ষা হয়নি। একে একে সবগুলো উইকেটের পতন হয় মাত্র ২৩২ রানে।

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি