ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০৮:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২২৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। হেগলে ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার লিটন দাস। এ ম্যাচেও ১ রান করেন তিনি। এরপরই বৃষ্টি নামে। নতুন বলে বৃষ্টির ছোঁয়া লাগার পরেই তামিম এলবিডব্লিউ হয়ে ফেরেন। সৌম্য-মুশফিক ফেরেন সেট হয়ে। বাংলাদেশ ২১ ওভারের মধ্যে একশ’ রানের আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান হারিয়ে ধুঁকতে থাকে।
দারুণ খেলা মিঠুন ৫৭ রানে আউট হন। তার ব্যাটে ভরসা দেখছিল বাংলাদেশ। সৌম্য ফেরেন ২২ রান করে। দুইশ’ ওয়ানডে খেলতে নামা মুশফিক করেন ২৪ রান। এর আগে তামিম ২৮ বলে ৫ রান করে ফেরেন। মাহমুদুল্লাহ দলের ৯৩ রানে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেন। তিনি করেন ৭ রান।
পরে সাব্বির রহমান ৪৩ করে আউট হন। মিরাজ-সাইফউদ্দিনরা এ ম্যাচে আর ভালো করতে পারেননি। যথাক্রমে ১৬ ও ১০ রান করে আউট হন তারা। পরে মাশরাফি করেন ১৩ রান। বাংলাদেশ সবচেয় বড় ৭৫ রানের জুটি পেয়েছে মিঠুন-সাব্বিরের ব্যাট থেকে।
কিউইদের হয়ে এ ম্যাচে ফারগুসন ৩ উইকেট নেন। তার পেসের পরে লেগ স্পিন ঘূর্ণিতে টোড অ্যাস্টল নেন দুই উইকেট। এছাড়া জেমি নিশাম নেন দুটি উইকেট। ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোম এবং ম্যাট হেনরি একটি করে উইকেট দখল করেন।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হ্যাগলি ওভালে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে আগে ব্যাট করা দল জিতেছে। কিন্তু এবারের কথা কিছুটা আলাদা। কারণ উইকেটে কিছুটা ঘাস আছে। স্বাগতিক অধিনায়ককে তাই খুব একটা ভাবতে হয়নি সিদ্ধান্ত নিয়ে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফিও বলেন, টস জিতলে তিনি শুরুতে বোলিং নিতেন।
বাংলাদেশের করা ২২৬ রানের জবাবে এ মুহুর্তে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২২ ওভারে ১৩৮/১।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি