ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং টাইগারদের

প্রকাশিত : ১৩:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ড সফরে এখনও কোন সফলতা দেখেনি টিম টাইগার। হতাশার মধ্যেই শুরু হয়েছে টেস্ট প্রস্তুতি। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। যেখানে ব্যাটিং করে স্বস্তি এনে দিয়েছে দলের সবাই। রান পেয়েছেন ব্যাটিংয়ে নামা সব খেলোয়াড়।

লিংকনে শনিবার দুই দিনের প্রস্তুতি মাচের প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯৬.১ ওভারে ৪১১ রান তুলেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ড একাদশের বোলিং আক্রমণ অবশ্য ছিল বেশ অনভিজ্ঞ। উল্লেখ করার মতো ছিলেন কেবল অ্যাডাম মিল্ন। তবে ৪০ ওয়ানডে খেলা ফাস্ট বোলার বোলিং করেছেন মাত্র ৪ ওভার।

দলের চার ব্যাটসম্যান করেছেন ফিফটি। প্রস্তুতির স্বার্থে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন চার জন। মূল ব্যাটসম্যানদের মধ্যে খানিকটা ঘাটতি থাকতে পারে কেবল মুমিনুল হকের। বাঁহাতি ব্যাটসম্যান আউট হয়েছেন ২০ রানে।

ওয়ানডে সিরিজে রান না পেলেও এ দিন রানে ফিরেছেন তামিম ইকবাল। ৫ চার ও ১ ছক্কায় ৪৫ করেছেন ৮৩ বলে। সাদমান ইসলামের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ১১৩ রানে। লাঞ্চের আগে কেবল তামিমের উইকেটই হারায় বাংলাদেশ।
টেস্ট স্পেশালিস্ট ওপেনার সাদমান লাঞ্চের পর আউট হন ৯ চারে ১১৩ বলে ৬৭ রান করে। তিনে নেমে ৩০ বলে ২০ মুমিনুল।

পরের চার ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন এবং অন্যদের সুযোগ দিতে ইনিংস ছেড়েছেন। ৬ চারে ৯১ বলে ৬২ করেছেন লিটন দাস, সমান চারে সৌম্য সরকার ৭৫ বলে ৪১।

অন্তত প্রথম দুই টেস্টে নেতৃত্ব দেবেন যিনি, সেই মাহমুদউল্লাহ ছিলেন বেশ আগ্রাসী। ফিফটি ছুঁয়েছেন ৫০ বলে। ৮ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৫৯ করে ছেড়েছেন ইনিংস।

মেহেদী হাসান মিরাজও ছিলেন আক্রমণাত্মক। তার ৬৭ বলে ৫১ রানের ইনিংসে চার ৬টি, ছক্কা দুটি। এমনকি লোয়ার অর্ডারে আবু জায়েদও ৪টি চারে করেছেন ২৩ রান।

চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু বৃহস্পতিবার, হ্যামিল্টেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ: ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২ (রিটায়ার্ড নট আউট), সৌম্য ৪১ (রিটায়ার্ড নট আউট), মাহমুদউল্লাহ ৫৯ (রিটায়ার্ড নট আউট), মিরাজ ৫১ (রিটায়ার্ড নট আউট), তাইজুল ১৪, নাঈম ১২, আবু জায়েদ ২৩, খালেদ ০*; কোবার্ন ২/৯২, বুলা ১/৩১, নাটাল ১/৬০, সিয়ার্স ১/৭৭, লকরোজ ১/১০৪)।
এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি