ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ওয়েলিংটনে টাইগারদের আশাবাদের ২ কারণ

প্রকাশিত : ১৩:০৬, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা। আশা নিয়েই হ্যামিল্টন ছাড়তে পেরেছে বাংলাদেশ দল। পরের টেস্ট নিয়ে আশাহত হচ্ছে না তারা।

আগামী শুক্রবার ওয়েলিংটনে শুরু দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা করছেন টাইগাররা। ভালো খেলতে আশাবাদের আবশ্যকতা যেমন কারণ, তেমনি দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটনও।

নিউজিল্যান্ডে সফরকারী দলগুলোকে সবচেয়ে বেশি লড়াই করতে হয় বাতাসের সঙ্গে মানিয়ে নিতে। তবে দুই বছর আগে এ মাঠে ৮ উইকেটে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ গড়ার সুখস্মৃতি আছে বাংলাদেশ দলের। সাকিব আল হাসান খেলেছিলেন ২১৭ রানের ইনিংস, মুশফিকুর রহিম ১৫৯ রানের। এবার যদিও সাকিব নেই; কিন্তু চোট সেরে মুশফিকের খেলার জোর সম্ভাবনা রয়েছে। সঙ্গে আছে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাহমুদুল্লাহ-সৌম্য সরকারের অনবদ্য জুটিতে ভর করে ৪২৯ রান তোলার তরতাজা স্মৃতিও। তামিম ইকবালের নতুন সঙ্গী সাদমান ইসলাম তাই উজ্জীবিত, অনুপ্রাণিত।

সেই আত্মবিশ্বাস সঙ্গী করে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়াই করতে উন্মুখ টাইগাররা। প্রথমবারের মতো নিউজিল্যান্ডে খেলতে আসা সাদমান হ্যামিল্টন টেস্টে শুরুটা ভালো করেছিলেন। প্রথম ইনিংসে ৩২ বল খেলে ২৪, দ্বিতীয় ইনিংসে ৭১ বল খেলে ৩৭। প্রথমবার পরাস্ত হয়েছেন ট্রেন্ট বোল্টের গতিময় সুইংয়ের কাছে, দ্বিতীয়বার নিল ওয়াগনারের শর্ট বলে। বাঁহাতি ওয়াগনারকে সামলেই অবশ্য প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) তুলেছিলেন তামিম, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ফিফটি (৭৪)। আরেক বাঁহাতি সৌম্য পুল-হুক শটে ১৪৯ রান করেন দ্বিতীয় ইনিংসে। ২৩ বছর বয়সী সাদমান অনুপ্রেরণা নিচ্ছেন তাদের ইনিংস তিনটি থেকে। বলেন, ওয়াগনারকে প্রথমবারের মতো খেলেছি। প্রথম টেস্টে খেলার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে কাজে লাগবে। তামিম-সৌম্য ভাইয়ের ব্যাটিং দেখে শিখেছি, কীভাবে ব্যাটিং করতে হবে। আশা করি কাজে লাগবে এই অভিজ্ঞতা।

ওয়েলিংটনে পা রেখে বিমানবন্দরেই সাদমান জানান, হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে আমরা দারুণ লড়াই করেছি। চেষ্টা করব ওয়েলিংটন টেস্টে সেই ধারা অব্যাহত রাখার। আশা করি ব্যাটসম্যানরা সবাই বুঝতে পেরেছে প্রতিপক্ষ বোলারদের কীভাবে সামলাতে হবে। ওয়েলিংটনের উইকেট আগের টেস্টের চেয়ে ভিন্ন হবে। তারপরও আমরা এ মুহূর্তে মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আশা করি, এখানে আমরা ভালো লড়াই করতে পারব।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি