ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

এই দুঃসহ স্মৃতি ভুলতে কিছুটা সময় লাগবে : তামিম

প্রকাশিত : ২১:১৭, ১৬ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:৪৬, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মসজিদে সন্ত্রাসী হামলার দুঃসহ স্মৃতি ভুলতে কিছুদিন সময় লাগবে বলে জানান বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। শনিবার দেশের উদ্দেশ্যে নিউজিল্যান্ড ছাড়ার আগে বিমান বন্দরে এ কথা বলেন তামিম।

তিনি বলেন, ‘যে ভয়ংকর ও দুঃখজনক অভিজ্ঞতা হলো সেই এই মানসিক আঘাত থেকে বের হতে আমাদের কিছুদিন সময় লাগবে। তবে এটা ভালো যে, পরিবারের কাছেই যাচ্ছি। কারণ সবারই পরিবার চিন্তিত। আশা করবো আমি কেবল আশা করবো দেশে ফিরে সময় গড়ানোর সাথে সাথে যেন এই দুঃসহ স্মৃতি ভুলতে পারি।’

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় হ্যাগলি ওভালের আল নূর মসজিদে গুলিবর্ষণ করেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্ট নামে এক সন্ত্রাসী। অনুশীলন শেষ করে ওই সময় মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা। কিন্তু স্থানীয়দের কাছ থেকে সন্ত্রাসী হামলার কথা শুনে আতঙ্কিত হয়ে মসজিদে না গিয়ে স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা। পরবর্তীতে জানা যায়, সন্ত্রাসীর হামলায় প্রায় অর্ধশত নিহত ও ২০ জন আহত হয়।

এই ভয়ংকর সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের শেষ টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। শনিবার থেকে টেস্ট শুরু হওয়ার কথা ছিলো। তাই সফর শেষ না করে শান্তির দেশ থেকে অশান্তির স্মৃতি নিয়ে নিজে ভূমিতে ফিরছেন মাহমুদুল্লাহ-তামিমরা।

(সূত্রঃ বাসস)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি