ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

টস হেরে ব্যাটিংয়ে সাকিবের হায়দরাবাদ

প্রকাশিত : ২৩:১৯, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ২৩:২৩, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আইপিএলের জমজমাট আসর শুরু হয়েছে আগের দিন থেকে। আজ দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিক কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ।

ইডেন গার্ডেন্সে টস করতে নেমে হেরেছেন হায়দরাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। কয়েন নিক্ষেপে জিতেছেন কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক। তবে টস জিতে প্রথমে হায়দরাবাদকেই ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআর অধিনায়ক।

এই ম্যাচে হায়দরাবাদের হয়ে সাকিব আল হাসান খেলবেন কি না সেটা নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত দেখা গেলো, খেলছেন সাকিব আল হাসান। তাকে রেখেই একাদশ সাজিয়েছেন হায়দরাবাদ কোচ টম মুডি।

সানরাইজার্স হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারেস্ট (উইকেটরক্ষক), মানিস পান্ডে, দীপক হুদা, সাকিব আল হাসান, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), সিদ্ধার্থ কাউল, সন্দীপ শর্মা।

কলকাতা নাইট রাইডার্স
ক্রিস লিন, সুনিল নারিন, রবিন উথাপ্পা, শুভমান গিল, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, পিজুশ চাওলা, কুলদীপ যাদব, লকি ফার্গুসন এবং প্রাসিদ কৃষ্ণ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি