ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বিশ্বকাপ দল ঘোষণা পাকিস্তানের, সাহসী সিদ্ধান্ত নাকি বোকামি

প্রকাশিত : ১১:৫৪, ১৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বিশ্বকাপের দল ঘোষণা করেছ পাকিস্তান। দল ঘোষণায় রেয়েছ চমক। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ‘নায়ক’ মোহম্মদ আমিরকে বাইরে রেখে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রাতে মাত্র ১৬ রান খরচ করে রোহিত, ধাওয়ান ও কোহলির উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের মাটিতে, প্রথমবারে জন্য পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিলেন বাঁ-হাতি আমির৷

দু’বছর পর সেই ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপের আসর৷ মেগা আসরে অবশ্য আমিরকে দলে রাখেনি নির্বাচক প্রধান ইনজামাম উল হক অ্যান্ড কোম্পানি৷ ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাক দলের একাধিক ক্রিকেটার আসন্ন বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ‘নায়ক’ আমিরের নাম না থাকায় অবাক ক্রিকেটদুনিয়া৷

এ ক্ষেত্রে অবশ্য আমিরের সাম্প্রতিক ফর্মকেই মাথায় রেখেই নির্বাচকরা কঠিন সিদ্ধান্ত নিলেন৷ ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই রাতের পর ১৪ ম্যাচের ৯টিতেই উইকেট পাননি বাঁ-হাতি পেসার৷ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ১৪ ম্যাচে আমিরের উইকেট সংখ্যা মাত্র ৫৷ আমিরের পরিবর্তে তরুণ পেসার মোহম্মদ হাসনাইনকে দলে নিল পাকিস্তান৷ দেশের জার্সিতে ৩ ম্যাচ খেলেই বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন ১৯ বছরের তরুণ ডানহাতি৷

যদিও অনেকেই মনে করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ককে বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত ছিল৷ আমিরের মতো অভিজ্ঞ পেসারকে ইংল্যান্ডের সুইং সহায়ক উইকেটে দলের সঙ্গে নিয়ে না যাওয়াটা পাকিস্তানের কাছে বুমেরাং হয়েও ফিরতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল৷

তাৎপর্যপূর্ণভাবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ মহড়ায় মর্গ্যানদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে পাকিস্তান দলে আমিরের নাম রাখা হয়েছে৷ ১৭ সদস্যের নির্বাচিত সেই দলে সুযোগ পেয়েছেন আসিফ আলিও৷

পাকিস্তানের বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট কিপার), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন আফ্রিদি, শোয়েব মালি৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি