ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিবন্ধীরা

প্রকাশিত : ১৯:৩১, ২৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ক্রীড়াঙ্গনে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে এবার তাক লাগিয়ে দিল বাংলাদেশের প্রতিবন্ধীরাও। প্রমান করলো সুযোগ পেলে তারাও পারে দেশের জন্য সম্মান বয়ে আনতে। বাংলাদেশ হুইল ক্রিকেট দল ভারতকে হারিয়ে ত্রিদেশীয় হুইল চেয়ার টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের শিরোপা জিতে নিয়েছে।

রোববার ভারতের কলকাতায় অনুষ্ঠিত এ সিরিজের ফাইনাল ম্যাচে স্বাগতিক ভারতকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশ ও নেপালকে নিয়ে এ সিরিজের আয়োজন করে ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন।

এদিন কলকাতার এনকেডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত সিরিজের ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

শুরুটা বাংলাদেশের ভালো হলেও শেষের দিকে কম রান উঠায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের জয়ের নায়ক ছিল ব্যাট করতে নেমে ২২ বলে ৩৪ রান করা ও পাঁচ উইকেট নেয়া শফিক।

এর আগে ২০১৭ সালেও ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হুইল চেয়ার ক্রিকেট সিরিজে স্বাগতিক ভারতে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের হুইল চেয়ার ক্রিকেট দলটি ত্রিদেশীয় সিরিজ খেলতে ভারতে যায়। এ দলটি লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে। সোমবার সকালে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে দেশে ফিরবে দলটি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি