ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

ত্রিদেশীয় সিরিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

প্রকাশিত : ১২:০৫, ১৫ মে ২০১৯ | আপডেট: ১২:২৪, ১৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর গত সোমবার ক্যারিবিয়দের হারিয়ে ফাইনালে পা রেখেছে টাইগাররা।

তবে ফাইনালে লড়াইয়ের আগে নিয়মরক্ষার ম্যাচে আজ বুধবার বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। সিরিজে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। কারণ প্রথম সাক্ষাত বেরসিক বৃষ্টিতে পণ্ড হয়েছিল।

যাইহোক, এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তাই লক্ষ্য একটাই- যে করেই হোক চলমান ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়। ফাইনালে পা রাখায় স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে আছেন তারা।

এদিকে ধারণা করা হচ্ছে, ক্যারিবীয়ানদের বিপক্ষে একাদশে না থাকা কয়েকজন মাঠে নামতে পারেন। তবে একাদশে পরিবর্তন এলেও দলের মূল টার্গেট জয়।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)/তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান/রুবেল হোসেন।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ ব্রায়েন, মার্ক এডায়ের, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‍্যানকিন, টিম মুরতাঘ ও জশ লিটল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি